Monday, December 13, 2021

 ইচ্ছে-সম্মোহন

সাত সমুদ্দুর তের নদী পার হয়েছি
ব্যঙ্গমা আর ব্যঙ্গমির গল্প শুনতে
*বাবা ইয়াগা কে কতবার বলেছি
“বনের দিকে পিঠ ফিরিয়ে আমার দিকে মুখ ফেরাও”
**ষ্টিক্স- বৈতরণী এই হাতে কি রয়ে গেছে?
***ক্যারন মাঝি ছল করে বৈঠা দিয়ে গেছে?
তাই কি আমার হাতে সবার পারাপার
আর আমি শুধু রয়ে যাই জীবন নদীর বালুকা বেলায়।
রূপকথাতেই চুপ হয়ে থাকে আমার কথা
ব্যঙ্গমা ব্যঙ্গমি গল্পে নির্নিমেষ চোখ রাখা
আমার শ্রবণ এড়িয়ে তাই বলে চলে যায়
কত শত মানুষ তাদের সম্ভাবনার শতেক সত্যি গল্প।
বাবা ইয়াগার মুখ আমারি দিকে রয়ে গেছে
কি যাদুতে বন্দি আমি অবোধ কল্পনার বনে
সব জানা আর সব বোঝার বোঝা মনে রেখে
তাই থেমে থেকেও চলে ইচ্ছে-সম্মোহন গণ্ডির এই জীবন যাপন।






[পাদটিকা - * বাবা ইয়াগা ঃ"রুশ দেশের উপকথা" গল্পের ডাইনী চরিত্র যার কুঁড়ে ঘরটি মুরগীর পায়ের উপর বসানো। এই ঘরের সামনে যেয়ে বলতে হয় " বনের দিকে পিঠ ফিরিয়ে আমার দিকে মুখ ফেরাও"; তাহলে গল্পের চরিত্রের মনোকামনা পূর্ণ হয়।
**ষ্টিক্স ঃ গ্রীক উপকথায় বর্ণিত পৃথিবী আর পাতাল্পুরির মাঝখনে এক নদি।
***ক্যারন মাঝি ঃ (গ্রীক উপকথা) ষ্টিক্স নদীতে মৃতদের আত্মা পারাপার করার কাজ এ নিয়োজিত।

Wednesday, January 7, 2015

আসবে জাতিস্মর ?

আমি কি কখনো কবি ছিলাম ?
কে জানে কিবা ছিলাম
তবে আমি জানি যা ই ছিলাম
সে এখন অতীত কাল
আমার মাঝে কবিতা আর নেই
হারিয়ে সে যায়নি যদিও
ক্ষয়ে ক্ষয়ে গেছে চোখের সামনে
 সব রঙ আর পলেস্তারা
একটা একটা ভাবনা ছেয়ে গেছে
নিকষ কালো ঘন মেঘে
ছোট বড় কত আবেগী শব্দ-দল
ছায়ামূর্তি গেছে মিলিয়ে
দুঃখ ব্যথা ভুল- বোঝার ভারী বোঝা
ঢেলেছে গাঢ় কালির পোঁচ
সুকুমার মন ধামাচাপা খেয়ে নির্বেদ
বিছিন্ন অধোগামী তারা
কবিতা তাই ভিন-গ্রহের অচেনা প্রহর
নতুন উন্নাসিক প্রতিবেশী।
নিষ্ফল অপেক্ষায় তবুও আছি দাড়িয়ে
 কবিতা নিয়েছে চির- বিদায়
অতি আশা দোষে দুষ্ট হৃদয় প্রশ্ন করে
আসবে কি হয়ে জাতিস্মর ?

Saturday, May 31, 2014






  
 

          তোমায়
সূর্যের কনে দেখা আলো তে
কিছু  কিছু ক্ষণ রেখে দিয়েছি
রেখেছি কিছু প্রিয় প্রিয় কল্পনা
ভালো লাগা আবেগের আবীরে
মনে  জাগা শত  অবুঝ স্বপনে
বুনে বুনে তাকে যতনে রেখেছি
তোমায় প্রিয় সেই প্রিয় কোনে
বসিয়ে চেয়েছি বলতে সেসব
হয়নি বলা তা হয়না তো বলা
কনে দেখা আলো আরও লাল রঙে জমা রেখে দেয়।
মন নরম শুভ্র  ভোরের কাছে
সব কষ্ট ভুলতে চাওয়া হৃদয়
অকারণ কারনে  উদ্বেল হৃদয়
এসব কিছু কিছু জমা দিয়েছি
কত অর্থহীন ভাবনায় ভরেছি
নদীর রেশমি হাওয়া বুলিয়েছি
একটুকু দেখায় বুঝে যেতে তুমি
কত কত ভাবনায় যখন তখন
মনে রেখে দেই আমি তোমায়
পারিনি দেখাতে পারিনা দেখাতে
মন নরম ভোর আমার কাছে তাই ঋণী হয়ে থাকে।


      

Friday, July 26, 2013

শুধু রাত জানে



শুভ্র সকাল সোনালি কিরণ আমার চোখ ছুঁয়ে যায়
তাদের কানে কানে বলি আমি দেখতে চাই তোমায়  
আলোক হাসি চোখে মেখে আমার ভালো লাগার কথা জানতে দেই তায় ।

দুপুরের টকমিষ্টি রোদে চিকচিকে নদী সাঁতরে বেড়ায়
ছোট্ট দস্যি ঢেউ গুলোকে চঞ্চল আঙ্গুল অনুভবে পায়
মনের গহিন কোনে তোমায় নিয়ে ভাবনা গুলো আমার তাদের  সাথে ধায়।

লাল ওড়নায় সন্ধ্যা এলে তার কাছে যাই চুপি চুপি  পায়
পাতা পোড়া ঘ্রান তুমি তুমি হয়ে সহসা যেন আমায় জড়ায়
গুন গুন গানে বেখেয়ালি মনে অস্ফুট ধ্বনি জেগে উঠো তুমি আমার গলায়।

চেনা চেনা সব সোনালি কিরণ সেই আবেশ তোমাকে ছোঁয়ায়
খিল খিল হেসে কুল-কুল ঢেউ আমার ভাবনা তোমায় জানায়
আমার গাওয়া যত আনমনা সুরগুলো সন্ধ্যা তোমার গায়ে চাদর করে পরায়।

কিন্তু তুমি শুনতে পাওনি তাদের কথা,জানতে তো চাওনি হায়
সোনালি কিরণ  ঢেউ হয়ে কেন সন্ধ্যাকে আজ এমন  আকুলায় ?
শুধু কালো রাত এসেছে জেনেছে , বন্ধু বেশে চোখ পেতেছে  হৃদয়ের জানালায়!


Wednesday, July 17, 2013

বেপথু স্বপ্ন



আমার বেচারা স্বপ্নটা আর তো বাড়ি ফিরলো না,
এদিক সেদিক দিগ্বিদিক সে ঘুরছিল বড় মন্দ না
চোখ জুড়ানো প্রাণ হরানো আশার পাখনা মেলে   
উঁচুর টানে ছুট লাগাল যেন সে দুঃসাহসী ছেলে
স্বপ্নটা যে স্বপ্নালু হয়, ভুলতে বসে কখন কি হয়
এমনতর ভুল তো তার  হবার কথা নয় কথা নয়!
করে  মাস্তি  খেলো শাস্তি হঠাৎ বইল তুফান ঝড়,
ঝাপটে পাখা আঁকা বাঁকা বেপথু স্বপ্ন কাঁপে থর থর
হ্যাঁচকা টানে মাটির পানে মুখথুবড়ে খেয়ে আছাড়
নিঃস্ব চোখে স্পষ্ট তখন  সত্য দেখল স্বপ্ন আমার  
সত্য বলে মিছেই তুমি এমন কেন উড়াল  দাও?
নয় এ পথ  তোমার জন্য হেথা আসবে কেন তাও!
সেই থেকে যেই পথ ভুলেছে আর ফেরেনি ঘরে,
কে জানে মোর স্বপ্ন এখন কোথায় কেঁদে ফেরে।

Thursday, June 27, 2013

We and Birds


Would that you and me were birds !
Would  fly as far as the sky goes
Stretching wings vast like dreams !
But we've no wings , we're no birds
So let's just look at the sky together
Where we might have been flying
Let me smile and whisper this to you
Birds can't hold each other's hands !

Saturday, April 28, 2012

Oh my boat ! by Farhana Sharmin Gazi on Friday, June 3, 2011 at 9:29pm ·

Oh my boat ! Going so silky 'n'  smooth you were !
 But alas ! I got possessed by "The Ancient Mariner",
 I didn't know , eyes shut , I  dived  into the water .
Oh my boat! You had refuged me within yourself
But I thought the water was in tears without me.
I was melted into water and I thought and thought,
But already in the water , got hit hard by a huge wave
Oh my boat ! I was groping for you to hold on your edge
I took time to get the fact "The water cannot be in tears !"