ইচ্ছে-সম্মোহন
সাত সমুদ্দুর তের নদী পার হয়েছি
ব্যঙ্গমা আর ব্যঙ্গমির গল্প শুনতে
*বাবা ইয়াগা কে কতবার বলেছি
“বনের দিকে পিঠ ফিরিয়ে আমার দিকে মুখ ফেরাও”
**ষ্টিক্স- বৈতরণী এই হাতে কি রয়ে গেছে?
***ক্যারন মাঝি ছল করে বৈঠা দিয়ে গেছে?
তাই কি আমার হাতে সবার পারাপার
আর আমি শুধু রয়ে যাই জীবন নদীর বালুকা বেলায়।
রূপকথাতেই চুপ হয়ে থাকে আমার কথা
ব্যঙ্গমা ব্যঙ্গমি গল্পে নির্নিমেষ চোখ রাখা
আমার শ্রবণ এড়িয়ে তাই বলে চলে যায়
কত শত মানুষ তাদের সম্ভাবনার শতেক সত্যি গল্প।
বাবা ইয়াগার মুখ আমারি দিকে রয়ে গেছে
কি যাদুতে বন্দি আমি অবোধ কল্পনার বনে
সব জানা আর সব বোঝার বোঝা মনে রেখে
তাই থেমে থেকেও চলে ইচ্ছে-সম্মোহন গণ্ডির এই জীবন যাপন।
[পাদটিকা - * বাবা ইয়াগা ঃ"রুশ দেশের উপকথা" গল্পের ডাইনী চরিত্র যার কুঁড়ে ঘরটি মুরগীর পায়ের উপর বসানো। এই ঘরের সামনে যেয়ে বলতে হয় " বনের দিকে পিঠ ফিরিয়ে আমার দিকে মুখ ফেরাও"; তাহলে গল্পের চরিত্রের মনোকামনা পূর্ণ হয়।
**ষ্টিক্স ঃ গ্রীক উপকথায় বর্ণিত পৃথিবী আর পাতাল্পুরির মাঝখনে এক নদি।
***ক্যারন মাঝি ঃ (গ্রীক উপকথা) ষ্টিক্স নদীতে মৃতদের আত্মা পারাপার করার কাজ এ নিয়োজিত।