Saturday, May 31, 2014






  
 

          তোমায়
সূর্যের কনে দেখা আলো তে
কিছু  কিছু ক্ষণ রেখে দিয়েছি
রেখেছি কিছু প্রিয় প্রিয় কল্পনা
ভালো লাগা আবেগের আবীরে
মনে  জাগা শত  অবুঝ স্বপনে
বুনে বুনে তাকে যতনে রেখেছি
তোমায় প্রিয় সেই প্রিয় কোনে
বসিয়ে চেয়েছি বলতে সেসব
হয়নি বলা তা হয়না তো বলা
কনে দেখা আলো আরও লাল রঙে জমা রেখে দেয়।
মন নরম শুভ্র  ভোরের কাছে
সব কষ্ট ভুলতে চাওয়া হৃদয়
অকারণ কারনে  উদ্বেল হৃদয়
এসব কিছু কিছু জমা দিয়েছি
কত অর্থহীন ভাবনায় ভরেছি
নদীর রেশমি হাওয়া বুলিয়েছি
একটুকু দেখায় বুঝে যেতে তুমি
কত কত ভাবনায় যখন তখন
মনে রেখে দেই আমি তোমায়
পারিনি দেখাতে পারিনা দেখাতে
মন নরম ভোর আমার কাছে তাই ঋণী হয়ে থাকে।


      

No comments:

Post a Comment