Friday, July 26, 2013

শুধু রাত জানে



শুভ্র সকাল সোনালি কিরণ আমার চোখ ছুঁয়ে যায়
তাদের কানে কানে বলি আমি দেখতে চাই তোমায়  
আলোক হাসি চোখে মেখে আমার ভালো লাগার কথা জানতে দেই তায় ।

দুপুরের টকমিষ্টি রোদে চিকচিকে নদী সাঁতরে বেড়ায়
ছোট্ট দস্যি ঢেউ গুলোকে চঞ্চল আঙ্গুল অনুভবে পায়
মনের গহিন কোনে তোমায় নিয়ে ভাবনা গুলো আমার তাদের  সাথে ধায়।

লাল ওড়নায় সন্ধ্যা এলে তার কাছে যাই চুপি চুপি  পায়
পাতা পোড়া ঘ্রান তুমি তুমি হয়ে সহসা যেন আমায় জড়ায়
গুন গুন গানে বেখেয়ালি মনে অস্ফুট ধ্বনি জেগে উঠো তুমি আমার গলায়।

চেনা চেনা সব সোনালি কিরণ সেই আবেশ তোমাকে ছোঁয়ায়
খিল খিল হেসে কুল-কুল ঢেউ আমার ভাবনা তোমায় জানায়
আমার গাওয়া যত আনমনা সুরগুলো সন্ধ্যা তোমার গায়ে চাদর করে পরায়।

কিন্তু তুমি শুনতে পাওনি তাদের কথা,জানতে তো চাওনি হায়
সোনালি কিরণ  ঢেউ হয়ে কেন সন্ধ্যাকে আজ এমন  আকুলায় ?
শুধু কালো রাত এসেছে জেনেছে , বন্ধু বেশে চোখ পেতেছে  হৃদয়ের জানালায়!


Wednesday, July 17, 2013

বেপথু স্বপ্ন



আমার বেচারা স্বপ্নটা আর তো বাড়ি ফিরলো না,
এদিক সেদিক দিগ্বিদিক সে ঘুরছিল বড় মন্দ না
চোখ জুড়ানো প্রাণ হরানো আশার পাখনা মেলে   
উঁচুর টানে ছুট লাগাল যেন সে দুঃসাহসী ছেলে
স্বপ্নটা যে স্বপ্নালু হয়, ভুলতে বসে কখন কি হয়
এমনতর ভুল তো তার  হবার কথা নয় কথা নয়!
করে  মাস্তি  খেলো শাস্তি হঠাৎ বইল তুফান ঝড়,
ঝাপটে পাখা আঁকা বাঁকা বেপথু স্বপ্ন কাঁপে থর থর
হ্যাঁচকা টানে মাটির পানে মুখথুবড়ে খেয়ে আছাড়
নিঃস্ব চোখে স্পষ্ট তখন  সত্য দেখল স্বপ্ন আমার  
সত্য বলে মিছেই তুমি এমন কেন উড়াল  দাও?
নয় এ পথ  তোমার জন্য হেথা আসবে কেন তাও!
সেই থেকে যেই পথ ভুলেছে আর ফেরেনি ঘরে,
কে জানে মোর স্বপ্ন এখন কোথায় কেঁদে ফেরে।